ঢাকা, ০১ অক্টোবর (ইউএনবি)- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টাইগারদের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের পরবর্তী ম্যাচ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে।
সিপিএলের চলতি আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন সাকিব। বুধবারের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল।
ট্রাইডেন্টস ইতোমধ্যে ৯টি ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।
চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে সাকিব ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। এছাড়া ব্যাট হাতে ২৫ বলে ৩৮ রান করেন। তবে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১ রানের ব্যবধানে পরাজিত হয়।
দ্বিতীয় ম্যাচে সাকিব ২২ রান করেন এবং ৪ ওভারে ২০ রান খরচায় ১টি উইকেট শিকার করেন। ম্যাচে তার দল সেন্ট লুসিয়াকে ২৪ রানে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়।
সাকিব ছাড়াও বাংলাদেশের লিটন দাস সিপিএলে খেলছেন। তিনি জ্যামাইকা তালওয়াশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে তার দল প্লে-অফের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে।